সংক্রমণ নিম্নমুখী হওয়ায় ট্রেনে শতভাগ আসনে যাত্রী নেয়ার সিদ্ধান্তজাতীয় | 7TH FEBRUARY, 2022 1:43 PM

সম্প্রতি করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের ঊর্ধ্বমুখী সংক্রমণের ফলে রেলে অর্ধেক আসনের জন্য টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে বিভাগ। কিন্তু গতকাল রেলওয়ে থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ নিম্নমুখী হওয়ায় এবার অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেন চালানোর সিদ্ধান্ত শিথিল করছে তারা। এখন থেকে শতভাগ আসনে যাত্রী নিয়ে চলবে ট্রেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর করা হবে শতভাগ আসনে যাত্রী নিয়ে ট্রেন চলার সিদ্ধান্ত।

রেলওয়ে মহাপরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ নিম্নমুখী, এছাড়া ইতোমধ্যে টিকা কার্যক্রমও জোরদার করা হয়েছে। তাছাড়া টিকা নিতে মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে। ফলে যাত্রীদের পরিবহনের চাহিদা এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখার স্বার্থে ট্রেনে আবার আসন সংখ্যার সমান যাত্রী নিয়ে ট্রেন চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে ১৫ জানুয়ারি থেকে ট্রেনের মোট আসনের অর্ধেক টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। করোনাভাইরাস বিস্তার রোধে এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি রোধে আন্তঃনগর ট্রেনের স্ট্যান্ডিং টিকেট ও প্ল্যাটফর্ম টিকেট ইস্যুও বন্ধ রাখে তারা।

বাংলাদেশের পাসপোর্টের উন্নতি, ভিসা ছাড়া যাওয়া যাবে ৪৪ দেশেজীবনযাপন | 1ST NOVEMBER, 2018 5:03 PM

বৈশ্বিক পাসপোর্ট র‌্যাংকিংয়ে এ বছরে আবার ১৮ ধাপ এগিয়েছে বাংলাদেশ। এবার ভিসা ছাড়াই যেতে পারবে ৪৪টি দেশে। সূচকে ১০০ থাকলেও এবার উন্নতি হয়ে ১৮ ধাপ ওপরে ওঠেছে। এখন বাংলাদেশের অবস্থান ৮২। তবে ৪৪ দেশের মধ্যে ১৮টি দেশে যেতে ভিসার প্রয়োজন হবে না। আর ২৬ দেশে যাওয়া যাবে অন-অ্যারাইভাল ভিসার মাধ্যমে।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা দ্য হ্যানলি অ্যান্ড পার্টনার্স তাদের ওয়েবসাইটে এ তথ্য জানায়। সংস্থাটি সম্প্রতি বিশ্বের ২০০টি দেশের ওপর গবেষণা জরিপ চালিয়ে একটি মূল্যায়ন সূচক তৈরি করেছে।

যেখানে বাংলাদেশের অবস্থান সম্পর্কে এ তথ্য তুলে ধরা হয়েছে। সূচকটিতে বিভিন্ন দেশের পাসপোর্টের মূল্যায়ন তালিকায় বাংলাদেশের অবস্থানের উন্নয়ন ঘটেছে।

হেনলে অ্যান্ড পার্টনার্সের তথ্য অনুযায়ী, ২০১৭ সালে এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৫তম। ওই বছর বিশ্বের ৩৮টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পেত বাংলাদেশের পাসপোর্টধারীরা।

২০১৮ সালে এই সূচকে পাঁচ ধাপ অবনতি হয়ে ১০০তম অবস্থানে নেমে আসে বাংলাদেশ। তবে এবারের এই সূচকে এক লাফে ১৮ ধাপ উন্নতি হয়ে ৮২তম অবস্থানে এসেছে বাংলাদেশ।

এদিকে গত ২৬ অক্টোবর ঢাকা সফররত চীনা জননিরাপত্তাবিষয়কমন্ত্রী ও পার্টি কমিটির সম্পাদক ঝাও কেঝি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের এক বৈঠক হয়।

ওই বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিকদের অন-অ্যারাইভাল ভিসা দিতে চায় চীন। বাংলাদেশিদের জন্য চীন এই সুবিধা চালু করলে পাসপোর্ট সূচকে আরও উন্নতি ঘটবে বাংলাদেশের।

পাসপোর্ট ইনডেক্সের তালিকায় শক্তিশালী পাসপোর্ট সূচকে সবার ওপরে যৌথভাবে আছে সিঙ্গাপুর ও জার্মানি। যুক্তরাষ্ট্র, ইতালি ও ফ্রান্সসহ ১১টি দেশ আছে দ্বিতীয় অবস্থানে। এছাড়া জাপান ও কানাডাসহ ৯টি দেশকে নিয়ে তৃতীয় অবস্থানে আছে যুক্তরাজ্য।

তবে শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের নিচে অবস্থান করছে ইরান, ইরাক, পাকিস্তান ও আফগানিস্তান। তবে পার্শ্ববর্তী দেশ ভারত আছে ৬৫তম অবস্থানে।

কার কাছে থাকবে জাপানি মায়ের শিশুরা, ১৩ ফেব্রুয়ারি রায়

কার কাছে থাকবে জাপানি মায়ের শিশুরা, ১৩ ফেব্রুয়ারি রায়

 | 7TH FEBRUARY, 2022 12:39 PM


null

https://www.youtube.com/subscribe_embed?usegapi=1&channelid=UCN6sm8iHiPd0cnoUardDAnw&layout=full&count=default&origin=https%3A%2F%2Fwww.jamuna.tv&gsrc=3p&ic=1&jsh=m%3B%2F_%2Fscs%2Fapps-static%2F_%2Fjs%2Fk%3Doz.gapi.en.TenOR_lLL28.O%2Fam%3DAQ%2Fd%3D1%2Frs%3DAGLTcCMCcuroc7gdKSyRrVMzYC23sHf_SA%2Fm%3D__features__#_methods=onPlusOne%2C_ready%2C_close%2C_open%2C_resizeMe%2C_renderstart%2Concircled%2Cdrefresh%2Cerefresh%2Conload&id=I0_1644220135179&_gfid=I0_1644220135179

আলোচিত জাপানি মায়ের দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার কাস্টডি নিয়ে জাপানি নাগরিক ডা. এরিকো নাকানো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের করা মামলার চূড়ান্ত শুনানি আজ শেষ হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি এই মামলায় আদেশ দেবেন আদালত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে মামলাটির চূড়ান্ত শুনানি হয়। এর আগে গত বুধবার দুই শিশুকে মায়ের কাছে নিতে আপিল আবেদন করা হয়। এ বিষয়ে শুনানি শেষ হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগের আদালত।

গত বছরের ফেব্রুয়ারিতে ওই ২ শিশুকে জাপান থেকে বাংলাদেশে নিয়ে আসেন তাদের বাবা। এরিকোর একটি রিট পিটিশনের রায়ে গত ২১ নভেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, জেসমিন এবং লায়লা তাদের বাবা ইমরান শরীফের সঙ্গে থাকবে। আর মা এরিকো বছরে ৩ বার তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন।