কার কাছে থাকবে জাপানি মায়ের শিশুরা, ১৩ ফেব্রুয়ারি রায়

কার কাছে থাকবে জাপানি মায়ের শিশুরা, ১৩ ফেব্রুয়ারি রায়

 | 7TH FEBRUARY, 2022 12:39 PM


null

https://www.youtube.com/subscribe_embed?usegapi=1&channelid=UCN6sm8iHiPd0cnoUardDAnw&layout=full&count=default&origin=https%3A%2F%2Fwww.jamuna.tv&gsrc=3p&ic=1&jsh=m%3B%2F_%2Fscs%2Fapps-static%2F_%2Fjs%2Fk%3Doz.gapi.en.TenOR_lLL28.O%2Fam%3DAQ%2Fd%3D1%2Frs%3DAGLTcCMCcuroc7gdKSyRrVMzYC23sHf_SA%2Fm%3D__features__#_methods=onPlusOne%2C_ready%2C_close%2C_open%2C_resizeMe%2C_renderstart%2Concircled%2Cdrefresh%2Cerefresh%2Conload&id=I0_1644220135179&_gfid=I0_1644220135179

আলোচিত জাপানি মায়ের দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনার কাস্টডি নিয়ে জাপানি নাগরিক ডা. এরিকো নাকানো ও বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক ইমরান শরীফের করা মামলার চূড়ান্ত শুনানি আজ শেষ হয়েছে। আগামী ১৩ ফেব্রুয়ারি এই মামলায় আদেশ দেবেন আদালত।

সোমবার (৭ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে মামলাটির চূড়ান্ত শুনানি হয়। এর আগে গত বুধবার দুই শিশুকে মায়ের কাছে নিতে আপিল আবেদন করা হয়। এ বিষয়ে শুনানি শেষ হওয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগের আদালত।

গত বছরের ফেব্রুয়ারিতে ওই ২ শিশুকে জাপান থেকে বাংলাদেশে নিয়ে আসেন তাদের বাবা। এরিকোর একটি রিট পিটিশনের রায়ে গত ২১ নভেম্বর হাইকোর্ট নির্দেশ দিয়েছিলেন, জেসমিন এবং লায়লা তাদের বাবা ইমরান শরীফের সঙ্গে থাকবে। আর মা এরিকো বছরে ৩ বার তাদের সন্তানদের সঙ্গে দেখা করতে পারবেন।

Leave a Comment